উনিশশো সাতচল্লিশের শপথ : কল্পনা মিত্র


 

আজ শুভদিনে সকলের মুখে কেবলই একটি কথা

পরাধীনতা ঘুঁচিয়ে ভারত পেয়েছে যে স্বাধীনতা।


দ্বিশত বছরের পরাধীনতার মূল‍্য চোকাতে গেছে কতো শত প্রাণ....

তাঁদেরই  ঝড়ানো রক্ত ফেরালো 'স্বাধীনতা  সন্মান'।


বিজয়ের ওই শঙ্খ বেজেছে...

তিনরাঙ্গা ওই পতাকা উড়িছে!


সবে মিলেমিশে,হাতে হাত রেখে নিয়েছিনু যে শপথ

পূর্ণতা পেল আজি শুভদিনে,স্বাধীন হয়েছে ভারত।


এই পূণ্য তিথিতে  শহীদ জনেরে জানাই যে প্রণাম,.. 

শপথ নিলাম "যেন রাখি এই স্বদেশেরই সন্মান।'

Post a Comment

Previous Post Next Post